2020-12-20 ~ Easy Solution

আত্মনির্ভশীলতা

আমাদের সমাজে পরনির্ভরশীলতা যেন দিন দিন এক ধরনের ব্যাধিতে পরিনত হচ্ছে। মানুষের মহৎ গুনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আত্মনির্ভরতা। মানুষের জীবনে আত্মনির্ভরতাই উত্তম সহায়ক হিসেবে বিবেচিত। তাছাড়া স্রষ্টা তাদেরকে সহায়তা করে যারা নিজেদের সহায়তা করে।প্রত্যেকেই নিজের সামর্থ্যের মধ্যে থেকে আত্মনির্ভরশীল হয়ে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

আত্মনির্ভরশীল হওয়ার জন্য আগে সবার উচিৎ  তাদের সবল ও দূর্বল দিকগুলো খুঁজে নেওয়া দরকার।এর কারন হলো সব মানুষের সবকিছু করার সার্মথ্য এক নয়

আমরা সবাই জানি পরিশ্রম সফলতার চাবিকাঠি। অলসরা চিরকাল পিছিয়ে পড়ে।একজন ব্যাক্তি যখন পরিশ্রম বিমুখী হয় তখন সে সমাজের বোঝা হওয়ার পাশাপাশি একটা নিষ্ক্রিয় বস্তুতে পরিনত হয়।আত্মনির্ভরশীলতার অন্যতম শর্তহলো 

পরিশ্রমতা।

আত্মনির্ভরশীলতার অন্তরায় হচ্ছে লক্ষহীনতা এবং হতাশা।

পালবিহীন নৌকার মত অগ্রসর হতে গিয়ে  মাঝ নদীতে আছড়ে পড়তে হয়।ফলে সফলতা না পাওয়ায় সে হাতাশায় নিমগ্ন হয়।

কিন্তু বুঝতে হবে ব্যর্থতা হলো সফলতার পথনির্দেশক।

তাই আমাদের উচিৎ আত্মনির্ভরশীল হয়ে নিজেকে পরিবর্তনের পাশাপাশি সমাজের পরোক্ষ আর্বজনাকে নির্মূল করা।