2020-11-22 ~ Easy Solution

সফলতার টিপস

সফলতার সাথে ধৈর্যের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।আমার জীবনের একটি কথা শেয়ার করি। এইচ এস সি পর থেকে অনলাইনে টাকা আয় করার তিব্র নেশা কাজ করতে থাকে এবং না বুঝেই ইউটিউবের চোখ ধাধানো বিঞ্জাপনে ঝুকে পড়তাম।কিন্তু দিন শেষে হতাশা ছাড়া আর কিছু পেতাম না।পরবর্তীতে কোনো দক্ষতা ছাড়াই ফাইভার ফ্লাট ফর্মে কাজ করতে যাই, সেখানে সাসপেন্ড হয়ে যাই।তারপর আত্মবিশ্বাস নিয়ে টেকনলজি বি ডি সাইটের এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় ব্লগিং জগতে প্রবেশ জানি না কতটুকু সফল হবো তবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে আমার প্রথম পোষ্ট করলাম।আমি জানি আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট।