প্রতিবছর হাজারো শিক্ষার্থী পড়ালেখার ইতি টানছে আবার হাজারো শিক্ষার্থী হাতে খড়ি দিচ্ছে। কিন্তু আমরা আসলে কেউ জানি না পড়ালেখার আসল উদ্দেশ্য কি?যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি কেন পড়ালেখা করছো? তার প্রথম উওর হবে পরীক্ষা ভালো ফলাফল করার জন্য।অথবা বলবে চাকুরি পাওয়ার জন্য।
আত্নবিশ্বাস,আত্মনির্ভরশীল হওয়া,পড়ালেখা এই তিনটা শব্দ বিচ্ছিন্ন হলে ও আসলে তিনটি শব্দ একটি সরলরেখার উপর তিনটি বিন্দুর মতো।
যদি পরীক্ষার কয়েকটি পাতা কাহারো জীবন মূল্যায়নের জন্য যথেষ্ট হতো তাহলে নিউটন,আইনেষ্টেনদের মত বিদ্যা গবেষক দের নাম হইতো না।
তারা পরীক্ষায় ভালো ফলাফল বা চাকুরী পাওয়ার জন্য স্টাডিকে বাছাই করে নাই।
তাই বলে পড়ালেখা অহেতুক একটা বিষয় তা কিন্তু একদম না
তুমি যদি নিজেকে বর্তমান অবস্থানের চেয়ে ভালো অবস্থানে নিতে চাও তাহলে পড়াশোনার কোন বিকল্প নেই। নিজের জীবনকে সুন্দর করতে হলে, বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সে বিষয়ে যথেষ্ট ধারণা থাকা লাগে। আর নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার জন্য, নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে নেয়ার জন্য হলেও পড়াশোনা করাটা জরুরি।
আসুন তাহলে পড়ালেখার পাশাপাশি পড়ালেখার উদ্দেশ্য টা খুঁজে বের করি
আজ এখানে সমাপ্ত। আগামি পোস্টে আবার কথা হবে
Thats right
ReplyDeleteVhi apnar study asol uddoso ki?
ReplyDeleteTop secret
DeleteThis is right
ReplyDeleteWow
ReplyDelete