আমি স্বপ্ন দেখেছি,আমার স্বপ্নের পিছনে সময় দিয়েছি।কিন্তু ব্যর্থতার বেড়াজালে আমি বার বার আটকা পড়েছি।তবুও হাল ছেড়ে নি।সে বিষয়ের সার সংক্ষেপ বলেছি আমার প্রথম পোষ্টে "সফলতার টিপস" পড়তে চাইলে,এখানে ক্লিক করুন
<a href="https://easysolutionsufal.blogspot.com/2020/11/blog-post.html?m=1"target="_ self">সফলতার টিপস</a>
জীবন নামক যুদ্ধে আমি হার না মানা সৈনিক হতে চাই। দেখিয়ে দিতে চাই আমি সফল।আমার চারপাশের মানুষ গুলোর হাসি ঠাট্টা বিদ্রুপ কে দোয়া আর ভালোবাসা হিসেবে নিতে চাই।
ব্লগার হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই।আমার ইচ্ছা যদি আমি ব্লগিং জগতে সফল হই,আমি আমার চারপাশের গাইডলাইন বিহীন জনিয়ারদের ব্লগিং এবং ফেসবুক প্রমোট এবং বুষ্টার সম্পর্কে আগ্রহী করবো।
অনেক শিক্ষার্থী প্রাইভেট বানিজ্যের চাপাকলে পড়ে তাদের পড়ালেখার সরলপথ হারিয়ে পেলে।আমি চাই আমার ব্লগের সাহায্যে যেনো দেশের যেকোন প্রান্ত থেকে যেকোনো শিক্ষার্থী শিক্ষার সুফল ভোগ করতে পারে।
যারা স্টুডেন্ট লাইফে একটু ইনকামের স্বপ্ন দেখে ব্যর্থ তাদের জন্য মেসেজ হলো আমার ব্লগ সাইট গুগুল এডসেন্স পেলে তাদের জন্য উন্মুক্ত আয়ের ব্যবস্থা থাকবে।যদি কেউ আমার স্বপ্নের ক্যানভাসে ঘুরে আসতে চান তারা এখানে ক্লিক করেন।
<a href="https://easysolutionsufal.blogspot.com/"target="_ self">আমার স্বপ্নের ক্যানভাস<\a>
এই পোস্টি যদি কোনো ভাবে আপনাদের উপকারে আসে তাহলে কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান।নতুন পোষ্ট সবার আগে পেতে আমার সাইটকে ফলো করুন।
ধন্যবাদ পোস্টি পড়ার জন্য।
আমার গল্প
কৃষি এসাইনমেন্ট অষ্টম শ্রেণি ২০২০
গ)আমরা জানি,
পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত করতে শতক প্রতি ইউরিয়া সার প্রয়োজন ১০০-১৫০ গ্রাম
অর্থাৎ
১ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন ১০০-১৫০ গ্রাম
সুতরাং ৫ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন=(১০০-১৫০)×৫
=(৫০০-৭৫০)গ্রাম
যেহেতু মিনার বেগমের জমি ৫ শতাংশ তাই তার ৫০০-৭৫০ গ্রাম সার প্রয়োজন।
ঘ) প্রশ্ন: মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
উত্তর: মিনারা বেগমের উদ্যোগটি মিশ্র মাছ চাষ পদ্ধতি। নিম্নে এ উদ্যোগটির মূল্যায়ন করা হলাে:
উদ্দীপকের মিনারা বেগম একই পুকুরে বিভিন্ন মাছ চাষ করার উদ্যোগ নেন। যেমন: সিলভার কার্প, রুই, কাতলা ও কার্পিও ইত্যাদি। তাছাড়াও যে সব প্রজাতির মাছ রাক্ষুসে স্বভাবের নয়, খাদ্য নিয়ে প্রতিযােগিতা করে না, জলাশয়ের বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে, এসব গুণের কয়েক প্রজাতির মাছ একই পুকুরের মধ্যে একত্রে চাষ করাকে মূলত মিশ্র মাছ। চাষ পদ্ধতি বলে।
এছাড়াও তিনি পুকুর প্রস্তুত করার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করেন:
চুন প্রয়ােগ: পুকুরে তিনি চুন প্রয়ােগ করার মাধ্যমে পুকুরের পানি জীবাণু মুক্ত করে এবং পানির ঘােলাটে অবস্থা দূর করে। সার প্রয়ােগ: পুকুরের প্রাকৃতিক খাদ্যের জন্য তিনি সার প্রয়ােগ করেছেন।
এছাড়াও মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করার মাধ্যমে তিনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। উপরিউক্ত বিষয়গুলাে পর্যালােচনা করলে বােঝা যায় যে, মিনারা বেগমের উদ্যোগটি ছিল মিশ্র মাছ চাষ পদ্ধতি।
২) : পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয়ে থাকে সেই নার্সারিকে। পলিব্যাগ নার্সারি বলে। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা যায়।
পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা রয়েছে। নিম্নে সেই সুবিধাগুলাে সম্পর্কে আলােচনা করা হলাে:
(১) হালকা ও সহজেই পরিবহন করা যায়।
(২) পলিব্যাগের চারা রােপণ করা সহজ ও চারার মৃত্যুহার কম।
(৩) পলিব্যাগ উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ এবং পরিবহনে চারার কোনাে ক্ষতি হয় না।
(৪) যে কোনাে মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়।
(৫) মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।
সুতরাং বলা যায়, পলিব্যাগে চারা তৈরী অনেক সুবিধাজনক।