বাংলাদেশের লক্ষীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা রামগঞ্জ উপজেলা।১৯৮১ সালে রামগঞ্জ প্রতিষ্ঠিত হয়।১৯৮৩ সালের মার্চ মাসের ৩ তারিখে ইহা থানাতে পরিনত হয়। রামু নামক এক প্রভাবশালি ব্যক্তির নামে রামগঞ্জ নামকরন করা হয়। নির্বাচনি এলাকা জাতীয় সংসদ আসন ২৭৪ (লক্ষ্মীপুর-১ রামগঞ্জ)।ইহার আয়তন ১৬৯.৩১ বর্গ কিলোমিটার বা ৬৫.৩৭ বর্গমাইল। ২০১১ আদমশুমারী অনুসারে লোক সংখ্যা ৩,৪২,০২৭ জন। তার মধ্যে ৮০,২৬৭ জন পুরুষ এবং মহিলা ৯১,০২৫ জন।জনসংখ্যা বৃদ্ধির হার ১.৯২%।প্রতি বর্গকিলোমিটার ২০২০ জন বাস করে। স্বাক্ষরতার হার ৮০%।রামগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন রয়েছে।১২৬টি গ্রাম।২৪২টি মসজিদ। ২১ টি মন্দির।
ইউনিয়ন গুলো ধারাবাহিক ভাবে দেওয়া হলো।কাঞ্চনপুর,নোওয়াগা,ভাদুর,ইছাপুর, চন্ডিপুর,লামচর,দরবেশেপুর,করপাড়া,ভোলাকোট,ভাটরা।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো
রামগঞ্জ সরকারি কলেজ। রামগঞ্জ মডেল কলেজ।
রামগঞ্জ উচ্চ বিদ্যালয়-
রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় দল্টা ডিগ্রি কলেজ। দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়। ভাটরা উচ্চ বিদ্যালয়। ভাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। নারায়নপুর উচ্চ বিদ্যালয়। কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
দর্শনীয় স্থানঃ
রামগঞ্জ শিশু পার্ক, কাঞ্চনপুর দর্গা, শ্যামপুর দায়রা শরীফ, রাজাপুর বিল (রাঘবপুর)।ঐদারা দীঘি,শ্রীরামপুর রাজ বাড়ি।
0 Comments:
Post a Comment