আমার গল্প ~ Easy Solution

আমার গল্প

আমি স্বপ্ন দেখেছি,আমার স্বপ্নের পিছনে সময় দিয়েছি।কিন্তু ব্যর্থতার বেড়াজালে আমি বার বার আটকা পড়েছি।তবুও হাল ছেড়ে নি।সে বিষয়ের সার সংক্ষেপ বলেছি আমার প্রথম পোষ্টে "সফলতার টিপস" পড়তে চাইলে,এখানে ক্লিক করুন
<a href="https://easysolutionsufal.blogspot.com/2020/11/blog-post.html?m=1"target="_ self">সফলতার টিপস</a>
জীবন নামক যুদ্ধে আমি হার না মানা সৈনিক হতে চাই। দেখিয়ে দিতে চাই আমি সফল।আমার চারপাশের মানুষ গুলোর হাসি ঠাট্টা বিদ্রুপ কে দোয়া আর ভালোবাসা হিসেবে নিতে চাই।
ব্লগার হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই।আমার ইচ্ছা যদি আমি ব্লগিং জগতে সফল হই,আমি আমার চারপাশের গাইডলাইন বিহীন জনিয়ারদের ব্লগিং এবং ফেসবুক প্রমোট এবং বুষ্টার সম্পর্কে আগ্রহী করবো।
অনেক শিক্ষার্থী প্রাইভেট বানিজ্যের চাপাকলে পড়ে তাদের পড়ালেখার সরলপথ হারিয়ে পেলে।আমি চাই আমার ব্লগের সাহায্যে যেনো দেশের যেকোন প্রান্ত থেকে যেকোনো শিক্ষার্থী শিক্ষার সুফল ভোগ করতে পারে।
যারা স্টুডেন্ট লাইফে একটু ইনকামের স্বপ্ন দেখে ব্যর্থ তাদের জন্য মেসেজ হলো আমার ব্লগ সাইট গুগুল এডসেন্স পেলে তাদের জন্য উন্মুক্ত আয়ের ব্যবস্থা থাকবে।যদি কেউ আমার স্বপ্নের ক্যানভাসে ঘুরে আসতে চান তারা এখানে ক্লিক করেন।
 <a href="https://easysolutionsufal.blogspot.com/"target="_ self">আমার স্বপ্নের ক্যানভাস<\a>
এই পোস্টি যদি কোনো ভাবে আপনাদের উপকারে আসে তাহলে কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান।নতুন পোষ্ট সবার আগে পেতে আমার সাইটকে ফলো করুন।
ধন্যবাদ পোস্টি পড়ার জন্য।

10 Comments: