Home »
» আমার আকাশ
আমার আকাশ
May 07, 2021
No comments
আকাশটাকে রঙ করে নিজের মতো করে সাজিয়ে নাও, তারপর দুঃখের সময় আকাশকে নিজের দুঃখের সঙ্গী বানাও দেখবে সব গায়েব।
— সংগৃহীত
আকাশ ও স্বপ্ন
জীবনের কোনো কোনো সময় মানুষকে বলতে শোনা যায়, আমার সব আশা শেষ, আমার আর কোনো স্বপ্ন নেই! আসলেই কি কারো আশা শেষ হয় কখনও? স্বপ্ন ফুরিয়ে যায় কখনও? স্বপ্ন ও আশা কী? যা আমরা ঘুমিয়ে দেখি তা স্বপ্ন এবং যা জীবনে করতে চাই তাই আসল স্বপ্ন আর একেই আশা বলা হয়।
অর্থাৎ মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে আর আশা করে জেগে থেকে। ঘুম ভেঙ্গে গেলেই স্বপ্ন শেষ হয়ে যায় আর আশা আমৃত্যু থাকে। আশা নিজের থেকে অর্জন করতে চাওয়ার নাম আর যখন আমরা অন্যের থেকে অর্জন করতে চাই তখন তাকে বলা হয় প্রত্যাশা।
মানব জীবনের আশা কখনও শেষ হয়? না, শেষ হয় না। আশাহীন জীবন মরুভূমির মত। বরং কোনো কারণে কোনো একটা আশা সত্যি না হলে, পূরণ না হলে আমরা হয়ত কিছুদিন ভেঙ্গে পড়ি, হতাশায় ভুগি। হতাশা কাটিয়ে উঠি কিন্তু আশা করা ছেড়ে দিই না। আমরা আবারও আরেকটি স্বপ্ন দেখতে শুরু করি। আমাদের মনে আরও আশা জাগতে শুরু করে।
মানুষ স্বপ্ন ছাড়া, আশা ছাড়া বাঁচতে পারে না। পাগলেরও স্বপ্ন থাকে তবে এলোমেলো। সুস্থ স্বাভাবিক মানুষের স্বপ্ন থাকে গোছানো। আমাদের সবার জীবনেই অনেক অনেক স্বপ্ন থাকে, মনে অনেক আশা থাকে। সব স্বপ্ন সত্যি হয় না। তখন আমরা মন খারাপ করি।
আমার ছোট ছোট স্বপ্ন গুলো যখন ভেঙে যায় তখন আমি মন দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। তখন আকাশের বিশালত্ব আমার স্বপ্ন ভাঙা হৃদয় কে আবার নতুন সৌন্দর্যে ভরে দেয়।
আমি নতুন উদ্দেশ্য নতুন ভাবে স্বপ্ন দেখি।
একপ্রকার বলা যায় আকাশ আমার পোস্ট বক্স।যেখানে আমি সব কষ্টের চিঠি পোস্ট করি।আকাশ আমাকে মটিভেট করে কারন আমার চারপাশের আমাকে মোটিভেট করবে না।চারপাশের মানুষ কখনো অন্যের সফলতায় আনন্দ খুঁজে না।তার হাসি তামশায় আমি বা আপনাকে আরো হতাশ করে দিবে।
লক্ষ্য স্থির রাখতে হবে সঠিক পরিকল্পনা থাকতে হবে।
কোন ধরনের স্বপ্ন ভেঙে যায় তা বুঝতে হবে।উচ্চাভিলাষী স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন হতে হবে মাঝারি। তাহলে স্বপ্ন পূরন হওয়ার সম্ভবনা শতভাগ
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- আশা করা উচিত নিজের কাছে। অন্যের কাছে নয়। অন্যের কাছে আমরা যা আশা করি তা প্রত্যাশা ।প্রত্যাশা যত বেশি হবে, কষ্ট পাবার সম্ভাবনাও তত বেশি। প্রত্যাশা কম কষ্টও কম। জীবনের সব ক্ষেত্রে। সংসার জীবনে, কর্মজীবনে ইত্যাদি নানা ক্ষেত্রেও তাই।
তাই আশা করি আমার বক্তরা তাদের ক্লান্তির অবসান ঘটাবে আকাশ মাঝে।
এই রকম আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে নিচের "আমার ক্যানভাস" লিখাতে ক্লিক করেন।
আমার ক্যানভাস
0 Comments:
Post a Comment