"Reading is to the mind what exercise is
to the body ___Joseph Addison
বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ।যার মাধ্যমে পার্থিব কোনো কিছুর তুলনা হয় না।বই মানুষের পরম বন্ধু। বই পড়ার কোনো সাইড এফেক্ট নেই।অন্য সবকিছুর ই সাইড এফেক্ট আছে।আজ পর্যন্ত কোনো মানুষ বই পড়ে ক্ষতিগ্রস্ত হয় নাই।বরং তার আর ও উন্নতির শিখরে তুলে দিয়েছে।
পৃথিবীর বড় বড় মনীষীদের বায়োগ্রাপি পড়লে আমরা জানতে পারি যে তারা কতটা বই প্রেমিক ছিলো।বিশ্বের ২য় বৃহত্তম ধনী বিল গেটস বছরে ৫০ টি বই পড়ে।Mark Cuban প্রতিদিন ৩ ঘন্টার বেশী বই পড়েন।Elon Musk রকেট সায়েনোর বিদ্যা বই পড়ে অর্জন করেছে।
সবচেয়ে বড় নেশা ভাবা হয় মাদকের নেশাকে।তবে তা ভুল;বইয়ের নেশা মাদকের নেশাকেও হার মানাবে।আমি বা আপনারা লক্ষ্য করলেই দেখবেন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের অবসর সময় কে বই পড়ে পার করতে চায়।তারা অন্য কোনো উপায়ে ও করতে পারতো? তা কিন্তু না। বই আসলে তাদের জন্য যার বইকে ভালোবাসে।
সুতরাং " বই হলো সফলতার সহজ সমাধান__মজিবুল
পরবর্তী পোস্টে, কীভাবে বই পড়ার প্রতি আগ্রহি হতে হয় সে বিষয়ে লিখবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পোস্টি শেয়ার করে দিয়ে অন্যকে বই পড়ার সম্পর্কে জানতে সক্রিয় করবেন।
ভালো লাগছে☺
ReplyDeleteBest of Luck
ReplyDeleteVlo lagce
ReplyDeleteWow
ReplyDeleteOk,i will try
ReplyDelete😮😮😮😮😮
ReplyDelete💕💕
ReplyDeleteScience fiction book name
ReplyDeleteScience fiction book name
ReplyDeleteWonderful
ReplyDeleteWonderful
ReplyDelete