সফলতার প্রতিবন্ধক ~ Easy Solution

সফলতার প্রতিবন্ধক

একটি শিশুর দিকে লক্ষ্য করলে দেখবেন তাকে হাঁটা শিখানোই বড় মুশকিল।কিন্তু একবার হাঁটা শিখে গেলে,তাকে আর দৌড় দেওয়া শিখানো লাগেনা।অর্থাৎ আপনি যখন প্রথম স্টেপটা সুন্দরভাবে সর্ম্পণ করবেন পরবর্তী স্টেপ গুলো ধারাবাহিক ভাবে সুন্দরভাবে সর্ম্পূণ  হবে।

এখন তাহলে আমরা প্রথম স্টেপটা কেন সর্ম্পূণ করতে পারিনা।তার কারন গুলো উল্লেখ্য করার চেষ্টা করলাম।

১.পাছে লোকে কিছু বলে।

২.সিদ্ধান্তহিনতা

৩.উচ্চ বিলাসী কল্পনা

৪.যোগত্য ও কাজের অসামঞ্জস্যতা

৫.ধৈর্যের অভাব

৬.শর্টকাট পন্থা 

৭.নিজেকে বড় মনে করা এবং পরামর্শ কে নীচু চোখে দেখা।

৮.আর্থিক অসচ্ছলতা বড় করে দেখা।

৯.স্বল্প সময়ে বড়লোক হওয়ার চিন্তা

১০.সিস্টেমিক পব্লেম।

বাস্তবতা কে কাজে লাগিয়ে সফলতার পথে হাঁটতে হবে।

আপনি যদি আপনার সমস্যাগুলো সমাধান করতে না পারেন তাহলে সফলতা আপনার জন্য নয়।

"আপনি নিজকে কাজের জন্য প্রস্তুত করুন কাজ আপনাকে সাহায্য করবো"

3 Comments: