"Whenever you are reading a good book
Somewhere in the world a door opens to
allow in more light"_____Vera Nazirian
বই শব্দটা আমাদের অনেকের কাছেই একটা ভীতিকর একটা শব্দ।তার উপর বই পড়া যদি হয় শখ কিংবা অভ্যাসের তাহলে ব্যাপারটা কেমন হয়? প্রথমত আপনি যদি অতীতে, বইয়ের উপর তীব্র বিদ্বেষ পোষণকারী হয়ে থাকেন এবং বর্তমানে বিদ্বেষ ভুলে সৌহার্দ্য স্থাপন করতে চান, তবে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়ে আপনার আগ্রহ আছে। টেক্সট বইয়ের বাইরে বই পড়াকে যখন আপনি অভ্যাস হিসেবে গড়ে তুলতে চান, তখন অবশ্যই আপনাকে আগ্রহের উপর গুরুত্ব দিতে হবে।
"ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষে সাথে কথা বলা"
আপনার প্রিয় রঙের রঙিন কলমটি হাতে নিয়ে আপনার পছন্দ করা বইটির আর্কষিত লাইন গুলো দাগিয়ে দিয়েন
আপনার পঞ্চইন্দ্রিয় কে জাগিয়ে তুলুন এবং সাহিত্যিকের ভাষাকে কল্পনাতে রুপ দিন।
বই পড়ার অভ্যাসটা মানুষের এক দুই দিনে হয় না।মোটিভেশনাল কথা গুলো শুনে যদি মনে করেন আপনি এখন থেকে বই পড়া শুরু করবেন তাহলে আপনাকে স্বাগতম তবে তা যেন গুটি কয়েক দিনের জন্য না হয়।
অন্ততঃ প্রতি মাসে একটা ভালো বই পড়ার চেষ্টা করুন। একজন মানুষের সুন্দর ব্যক্তিত্ব গড়ে উঠে ভালো বই পড়ার মাধ্যমে।
যদি বই পড়ার অন্তরায় আপনার আর্থিক সমস্যা হয় তাহলে মন খারাপ করেবনা গুগুল,প্লে স্টোর, pdf, থেকে সহজে বই পড়তে পারেন।আপনার কাছের পাঠগার থেকে বই সংগ্রহ করুন।খবরের কাগজের সাহিত্যের কলামটা পড়ুন।
আপনি যে বইটা পড়লেন তা থেকে কি রস আসাসাদ্বন করলেন তা আপনার বন্ধু,প্রতিবেশি,পরিবার যেকাউকে শেয়ার করুন।তা না করতে পারলে সে বিষয়ে ফেসবুকে একটা পোস্ট করুন তাহলে আপনার মনোবল বৃদ্ধি পাবে।
"সব অভ্যাসই ভালো,তবে তা যদি না হয় বদ অভ্যাস"
_____মজিবুল
আপনার মনোবলই আপনার বই পড়ার অভ্যাস বাড়াতে পারে।আগামি পর্বে বিশিষ্ট লেখক হুমায়ন আহম্মদ স্যারের অনেকগুলো বইয়ের লিস্ট দিমু।আরো যদি কাহারো কোন বইয়ের pdf প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
পোস্টটি শেয়ার করে অন্যকে বই পড়তে আগ্রহি করুন।ধন্যবাদ পোস্টি পড়ার জন্য।
Wow.carry on
ReplyDeletetnx
DeleteAlso right
ReplyDeleteFine
ReplyDeleteWow
ReplyDeleteTry to our life
ReplyDeleteRight
ReplyDelete