৬ষ্ঠ শ্রেনীর বাংলা এসাইনমেন্ট ~ Easy Solution

৬ষ্ঠ শ্রেনীর বাংলা এসাইনমেন্ট

তথ্যের উৎসঃব্যাকরন ভাষা ও বাংলা 

                    ভাষা

নির্ধারিত কাজঃ সাধু ভাষা থেকে চলিত 

                         ভাষায় রূপান্তর 

কাজের বর্ননাঃ

তারপর স্বর্গীয়দূত যে টাকাওয়ালা ছিল,তার কাছে গেলেন।সেখানে গিয়ে আগের মত একটি গাভী চাইলেন।সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিলোনা।তখন স্বর্গীয় দূত বললেন, আচ্চা,তুমি যদি মিথ্যা বলে থাক,তবে যেমন ছিলে আল্লাহ আবার তোমায় তেমনি করবেন।

তারপর স্বর্গীয় দূত যে অন্ধ ছিলো, তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে।এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌছবার মত আর কোন উপায় নেই।যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন,আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি,যেন আমি সে ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।

0 Comments:

Post a Comment