৬ষ্ঠ শ্রনী ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট। ~ Easy Solution

৬ষ্ঠ শ্রনী ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট।

 তথ্যের উৎসঃ

নির্ধারিত কাজঃ

কাজের বর্ননাঃ

মহান আল্লাহ তাআলা একক সওা ও তার গুনাবলিতে ও তুলনাহীন।বিশাল এই পৃথিবী চলছে এক অখন্ড নিয়মে।কোথায় ও কোনো এুটি বিচ্যুতি নেই।সময়ের একটা সেকেন্ড কোনো অনিয়ম নেই।আর আমাদের চারপাশে তাকালে দেখতে পাই সৃষ্টির অপার বৈচিএ।এগুলো কাহারো না কাহারো সৃষ্টি আর এগুলো কাহারো দ্বারা নিয়ন্ত্রিত।আর তিনি হলেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা। এই কথাটির প্রতি বিশ্বাসই হলো তাওহীদ। 

তাওহীদ আরবি শব্দ।যার মানে একাত্ববাদ

ইসলামের পরিভাষায় আল্লাহ এক অদ্বিতীয়,কোনো শরিক নেই,পালন কর্তা,রিযিক দাতা ইত্যাদি মনে প্রানে বিশ্বাস করাই হলো তাওহীদ। 

কালেমা তায়িব্যাতে আল্লাহর একাত্ববাদের কথা সুস্পষ্ট ভাবে আছে।

কালেমা তায়িব্যাকে ভাঙলে দুটো ভাগ পাওয়া যায়।

১ম অংশঃ"লা ইলাহ ইল্লাল্লাহু "অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই। আর বিশদ ভাবে বললে, আমারা যা দেখি আর যা দেখি না তার সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা। এর অংশীদার কেউ নেই।

২য় অংশঃ'মুহাম্মাদুর রাসূল্লাহ'এই অংশে আমাদের নবী মুহাম্মাদ সাঃ কে আল্লাহ প্রেরিত রাসূল ও বান্দা হিসেবে ঘোষণা করা হয়েছে।যিনি তাওহীদের প্রচার করতেন।

অন্যদিকে কালিমায়ে শাহাদাত বলা আছে,আল্লাহ এক ও অদ্বিতীয়। তার কোনো শরীক নেই।আল্লাহর একাত্ববাদের পুরো ব্যাখ্যা কালিমায়ে শাহাদাতের অন্তর্ভুক্ত। 

পৃথিবী একটি সুষ্ঠ নিয়মে চলছে। যা একমাএ মহান আল্লাহর কুদরতি শক্তিতে সম্ভব।

তাই উপরের আলোচনা আলোকে বলা যায় আল্লাহ এক ও অদ্বিতীয়। সকল ইবাদত তাহারই জন্য তাহার সমকক্ষ কেউ নেই।


0 Comments:

Post a Comment